ঢাকাThursday , 4 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    admin
    April 4, 2024 12:59 am
    Link Copied!

    ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার প্রথম পাতায় গত ১ এপ্রিল ২০ লাখ টাকার কোকেনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার’’ মূল হোতা রিগেন লাপাত্তা,একই তারিখে ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক উন্নয়নের কথা পত্রিকার ২ পাতায় ঈশ্বরদীতে তিন লক্ষ টাকার কোকেন নিয়ে ডিলার পলাতক \ আটক ৩ এবং ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদাবিতে প্রকাশিত ‘‘ঈশ্বরদীতে ২০ লাখ টাকার কোকেনসহ ৩ জন আটকসহ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক,সাপ্তাহিক ও বিভিন্ন পোর্টালে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদ গুলিতে লালপুরের অর্জুন পুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান এবি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সহসভাপতি আব্দুল কাদেরে ছেলে রিগেনকে জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে তা আদৌ সত্য না। মিথ্যা ও বানোয়াট। কারণ রিগেনের পিতা একজন দায়িত্বশীল আওয়ামীলীগ নেতা এবং সামাজিকভাবে তিনি সকল মানুষের কাছে সম্মানিত ব্যক্তি। তার পরিবারও লালপুর থানা এলাকার উচ্চ শিক্ষিত এবং রাজনীতিক পরিবার। রিগেন পেশাগতভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং ধুমপাননমুক্ত একজন শিক্ষিত,ভদ্র ও ভুসি মালের ব্যবসায়ী ও ভুট্টাসহ বিভিন্ন কৃষি পণ্য সাপ্লাইয়ার হিসেবে যথেষ্ট পরিচিতি অধিকারী ব্যক্তি। তার পিতা ও পরিবারের সদস্যরা জনপ্রতিনিধি ও স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত। এ অবস্থায় একটি মহল রিগেনের উল্থানে প্রতিহিংসা বশত: সামাজিকভাবে রিগেন ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্নভাবে কৌশলে কোকেন ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন মাত্র। ঐচক্রটি ভুলতথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন তা স্পষ্ট বলে মনে হয়। ষড়যন্ত্রকারীদের দেওয়া তথ্যমতে,পুলিশ প্রশাসন তার বাসা তল্লাশি করেও কোন মাদক দ্রব্য পাইনি বা তার মাদকের সাথে কোন প্রকার সংশ্লিষ্টতা সংগ্রহ করতে পারেনি। একজন সৎ মাদক বিরোধী ব্যক্তি রিগেন ব্যবসায়ীক কারণে ঈশ্বরদী কলেজ পাড়ায় বাসা নিয়ে দীর্ঘদিন থেকে সুনামের সাথে বসবাস করে আসছে। তিনি আর আরপিতে ভুট্টা,গমসহ বিভিন্ন মালামাল সরবরাহ করেন। কাজেই তাকে জড়িয়ে যে সব সংবাদ প্রকাশ করা হয়েছে তা সঠিক না। তাই প্রকাশিত সংবাদ গুলির তীব্র ন্দিা প্রকাশ করছি।
    মোঃ আব্দুল কাদের
    সাবেক ছাত্র সংসদ নেতা,ঈশ্বরদী সরকারী কলেজ,সহসভাপতি,এবি ইউনিয়ন আওয়ামীলীগ,লালপুর উপজেলা শাখা,নাটোর এবং মোঃ তাজুল ইসলাম,ইউপি সদস্য,৬ নং ওয়ার্ড,এবি ইউনিয়ন পরিষদ,লালপুর,নাটোর। স্বা.ক.বি-৩/০২.০৪.২০২৪#

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com