স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল মঙ্গলবার আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ে আলেম ওলামাদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভায় জনসচেতনতা সৃষ্টি কল্পে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম গোলাম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ,বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার আলেম ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,ইসলাম পৃথিবীর সবচেয়ে প্রামাণ্য ও শান্তিপূর্ণ ধর্ম। অথচ কিছু বিপদগামী ধর্মান্ধ ব্যক্তিদের কারণে ইসলামকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী ধর্ম হিসেবে অপবাদ দেয়া হচ্ছে। আলেম ওলামাগণ সমাজের ধর্মীয় নেতা,তাদেরকেই সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।