জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই মোলামগাড়ী- আওলাই আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, হিমু কাউসার (২৬) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রিপাত (২২) নামের একজন।
মঙ্গলবার (২৮নভেম্বর) সকাল ১১ টার দিকে মোলামগাড়ি ক্ষেতলাল আঞ্চলিক সড়কের আপলাই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত- হিমু কাউসার কালাই থানার করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতলাল গামী একটি মাইক্রোবাস ওই সড়কের আওলাই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে পরে মাথায় মারাত্মক আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কালাই থানা পুলিশ মাইক্রোবাসটি আটক করেছেন বলে জানা গেছে।