ঢাকাSunday , 3 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চা শ্রমিক বিষু মাল হত্যার আসামী শিপন আটক

    admin
    March 3, 2024 1:22 pm
    Link Copied!

    চুনারুঘাট প্রতিনিধিঃচুনারুঘাটের আমু চা বাগানের চিমটিবিল এলাকায় চা শ্রমিক বিষু মাল সনজু হত্যা মামলার আসামী শিপন কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অজিত তালুকদার।

    (৩ মার্চ)রবিবার ভোরে ময়মনসিংহ শেরপুর জেলার পৌর শহর এর একটি বাসা থেকে শিপন কে আটক করা হয়।

    জানাযায়,২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে চিমটিবিল লাইনের নিজ দোকানে ঘাতক রফিকের চুরিকাঘাতে আহত হয় বিষু মাল।চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় বিষু মাল সনজু’র ভাই বুদ্দেশ্বর মাল বাদী হয়ে রফিক ও শিপনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করে।
    হত্যা মামলার বিচারের দাবী নিয়ে চা শ্রমিকরা মানববন্ধন করে।চুরিকাঘাতকারী ঘাতক প্রধান আসামী রফিক এখনো অধরা।ঘটনার মুল পরিকল্পনাকারী ঘাতক রফিকের ভায়রা ভাই ও নোহা গাড়ীর মালিক আমির আলীর দিকে আঙ্গুল তুলছে এখন সবাই।ঘাতক রফিক বিষু মাল কে চুরিকাঘাতের পুর্বে তার ভায়রা ভাই আমির আলী বাড়িতে থেকেই চিমটিবিল বিষুর দোকানে যায়।এবং চুরিকাঘাতের পর আবার তার ভায়রা আমির আলীর বাড়িতে এসে আত্মগোপন করে।একই বাগানের সাওতারলেন লাইনে আমীর আলীর বাড়িতে ২দিন আত্ম গোপনে ছিল ঘাতক রফিক।সে কথা জানান এলাকাবাসী।বিষু মাল সনজু হত্যার চুরি টি ও আমির আলীর বাড়িতে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
    স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন,সীমান্তের কুখ্যাত মাদক ব্যবসায়ী সিপন কে জিজ্ঞাসাবাদ করলে খুনের রহস্য উদঘাটন হতে পারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com