মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়া জেলার ধুনট থানা পুলিশের মাদক বিরুধী অভিযানে ২ মাদক ব্যাবসায়ি আটক।
ধুনট থানা তথ্যে জানা যায়, গতকাল রাত ১০.০৫ ঘটিকার সময় ধুনট থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সি এন জি যোগে তারাকান্দী ব্রীজে অবস্হানকালে গোপন সংবাদ এর ভিত্তিতে ১/মোঃ খোরশেদ আলম শেখ (৫০) পিতা মৃত্যু ঃ চান সেখ সাং শাকদহ পূর্বপাড়া ২/মোঃ শফিকুল ইসলাম( ৪৮) পিতা মৃত্যু আমজাদ হোসেন সাং জালশুকা ইউনিয়ন চকিবাড়ী থানা ধুনট জেলা বগুড়া গণ ২৬/০২/২৪ইং তাং ১০.২৫ ঘটিকার সময় মোঃ খোরশেদ আলম এর বসতবাড়ি দক্ষিণ দুয়ারী ঘরে ২ জন অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় তাদের নিকট হতে সর্বমোট ৬কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ গ্রেফতার করতে সক্ষম হয় ধুনট থানা পুলিশ। অভিয়ান টি ধুনট থানা অফিসার ইনচার্জ জনাব সৈকত হাসান এর দিক নির্দেশনা নিয়ে পরিচালনায় ছিলেন এস আই( নিঃ) মোঃ মোস্তাফিজ আলম,সঙ্গীয় এস আই মোঃ মুনজুর মোর্শেদ মন্ডল,এস আই মিজানুর রহমান, কনস্টেবল মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ হেলালুজ্জামান ও মোঃ রুবেল হক, সকলেই থানা ধুনট জেলা বগুড়া গণ। ধুনট থানা অফিসার ইনচার্জ জনাব সৈকত হাসান বলেন তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে বলে জানা যায় অদ্যই ২৭/০২/২০২৪ইং তাং এ আসামিদ্ধয়কে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।