ঢাকাTuesday , 27 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাবনা ঈশ্বরদীতে সেই আলোচিত আলো জেনারেল হাসপাতাল পুনরায় চালু; বিপুল পরিমান টাকার বিনিময়

    admin
    February 27, 2024 8:56 pm
    Link Copied!

    (পাবনা জেলা ) প্রতিনিধি:

    পাবনার ঈশ্বরদীতে ভুল চিকিৎসায় প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগে বন্ধ হয়ে যাওয়া আলো জেনারেল হাসপাতাল আবারও খুলে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে- কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগেই রোগীর স্বজনদের সঙ্গে বিপুল পরিমাণ টাকা নিয়ে রফাদফা করে হাসপাতালটি চালু করে দেয়া হয়েছে। তবে রফাদফার বিষয়টি রোগীর স্বজনরা স্বীকার করলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অস্বীকার করেছেন। চলতি বছরের ৪ জানুয়ারি ঈশ্বরদী পৌর এলাকার ফজলে রাব্বির গর্ভবতী স্ত্রী অন্তরা খাতুনকে আলো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সন্ধ্যায় হাসপাতালের স্বতাধিকারী ডা. মাসুমা আঞ্জুমা ডানা এবং তার স্বামী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডা. শফিকুল ইসলাম শামীমের তত্ববধানে সিজার অপারেশন করা হয়। এসময় রোগী অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ- চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। বিচার চেয়ে গত ১০ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তার স্বজনেরা। হাসপাতালের সামনে ওই মানববন্ধনে আব্দুল্লাহ আল মামুনের নামে এক কর্মচারীর নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেন এবং মারধর করেন। পরে ঈশ্বরদী থানা ও ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তার স্বজনেরা। ওইদিনই বিষয়টি নজরে আসলে হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। সিভিল সার্জনের নেতৃত্বে গঠন হওয়া পাঁচ সদস্যের তদন্ত কমিটি ওই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতার প্রমাণ পায়। তদন্ত প্রতিবেদন ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এরই মধ্যে বন্ধ ঘোষণার মাত্র দেড় মাসের মাথায় গত এক সপ্তাহ আগে হাসপাতালটি খুলে দেয়া হয়েছে। অপারেশন ছাড়া সব কার্যক্রমই চলছে সেখানে। আদালতে মামলা দায়ের মাত্র একমাস পরেই আবারও মামলা তুলে নেয়ায় এবং কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগেই হাসপাতালটি খুলে দেয়ায় নানা প্রশ্ন উঠেছে ওই এলাকায়।
    নামপ্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, মাঝে মধ্যেই এই হাসপাতালের বিরুদ্ধে রোগীর মৃত্যুর অভিযোগ উঠে। এবার হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল। আশপাশের লোকজন স্বস্তি পেয়েছিল কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও হাসপাতালটি চালু হয়ে গেছে। হাসপাতালের লোকজন বলছে- অনেক টাকা পয়সা খরচ করে হাসপাতালটি চালু করা হয়েছে। টাকা পয়সা নেয়ার কথা প্রকাশ্যে স্বীকারও করছেন রোগীর স্বজনরা। বিক্ষোভ মিছিল, মানববন্ধনের মাধ্যমে মামলা দায়ের পর কেন মামলা তুলে নিলেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি মামলার বাদী মৃত রোগীর শ্বাশুড়ি জান্নাতুল ফেরদৌস রুনু। তবে রফাদফার বিষয়টি স্বীকার করেন মৃত রোগীর স্বামী ফজলে রাব্বি। তিনি আরও বলেন, নানান কারণে নানা ঝামেলা মনে করে মিমাংসা করেছি। আমার শ্বাশুড়িকে ৫ লাখ টাকা দিয়েছে আর হাসপাতালের ৪০% আমার মেয়ের নামে লিখে দিবে। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। তিনি জানান, ‘ঘটনা তদন্ত করে পুণাঙ্গ তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য বিভাগের হাসপাতাল ও ক্লিনিক শাখায় জমা দেয়া হয়েছে। আর হাসপাতালটি সাময়িকভাবে যে বন্ধ রাখছিল সেটা খোলার নির্দেশ দেয়া হয়েছে কিন্তু ওই ডাক্তারদের অপারেশন কার্যক্রম বন্ধ করা হয়েছে। আর বলে দেওয়া হয়েছে তারা কোন কোন কাজ করতে পারবে আর পারবে না তা বলে দেওয়া হয়েছে। কিছু সমস্যা তো আছেই তা নাহলে তো আর অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হতো না, ওদের গাফিলতি ছিল। প্রতিবেদন অনুযায়ী একশন তো আর আমার হাতে থাকে না, ওগুলো স্বাস্থবিভাগ দেখবে। লেনদেনের বিষয়টা মিথ্যা আর অভিযোগকারী মহিলা মামলা তুলে নেয়ার স্ট্যাম্প আমাদের কাছে আছে। মামলা কেন তুলে নিলেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি বাদী।

    এই আলো জেনারেল হাসপাতালে দীপা নামে একটি মেয়ে চাকরি করতেন, একজন নার্স এর কাছে ডাক্তার শামীম ডানা বিপুল পরিমাণে অংকের টাকা পাবেন বলে দাবি করেন, তার গতকাল ছিল দ্বিতীয় মৃত্যু বার্ষিকী,, দীপা কে ডাঃ শামীমের পোষা গুন্ডা তাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে অনৈতিক কার্যক্রম সহ পাশবিক নির্যাতন করতেন, জোরপূর্বক ভাবে দীপার কাছ থেকে স্ট্যাম্পের উপর স্বাক্ষর করে নেন এবং মৃত্যুর আগের দিন তার বাড়িতে উপস্থিত জনতার সামনে নির্যাতন করে ছিল। এবং চলে যাওয়ার সময় কালকের মধ্যে টাকা দাবি করেছে না হলে তাকে হত্যার হুমকি দেওয়া সহ মৃত্যুর ও প্রবচলা প্রায় প্রতিদিন দিতেন।
    উক্ত মৃত্যু জন্য শামীম ডানা সহ দশ জনের নামে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
    সেখানেও এই দুর্ধর্ষ শামীম টাকার বিনিময়ে দফারফা করেন। পরবর্তী আকর্ষণ আলো জেনারেল হাসপাতালের ম্যানেজার হাকিম একজন দুর্ধর্ষ ধর্ষণকারী তার প্রতিবেদন কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST