মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আলুপট্টি এলাকা হতে চোরাচালানের মাধ্যমে আনীত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর,মোহাম্মাদ সাকিব হোসেন জানিয়েছেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যম জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত হতে আনয়ন পূর্বক যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে,উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আভিযানিক দলটি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ আনুঃ ১৮.৪৫ ঘটিকায় উক্ত গুদাম সমূহে তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ সহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনয়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী (ক) তাপস কুমার দাস (৩৬), পিতা- তপন কুমার দাস, মাতা- সুমিত্রা দাস, সাং-বেজপাড়া, ওয়ার্ড নং-০৮, যশোর পৌরসভা, (খ) মোঃ মেহেদী হাসান হৃদয় (২২), পিতা- মোঃ ইউনুছ আলী, মাতা- মোসাঃ শিউলী বেগম, সাং- ঝুমঝুমপুর চান্দের মোড়, ওয়ার্ড নং ০৪, ১২ নং ফতেপুর ইউনিয়ন, উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে,জব্দকৃত মালামালের মধ্যে ছিলঃ বিভিন্ন সাইজের (ক) Harmony, DOVE, FIAMA ও LUX সাবান মোট ১৯৭৬ পিচ, যার মোট আনুমানিক মুল্য ১,২৯,৭২৫/- টাকা, (খ) VASELINE DEEP LOTION, Johnsons Baby Lotion, NIVEA BODY MILK LOTION ও VASELINE INSTENSIVE CARE LOTION মোট ৪১২ বোতল, যার আনুমানিক মূল্য ১,০৮,২০০/- টাকা, (গ) NIVEA, Manmohan Jadu Malam, Hydroquinone,Tretinoin & Mometasone Furoate Cream, NIVEA SOFT Cream, BETNOVATE-C SKIN CREM, Skinshine Cream, Dermikem OC+ CREM, Acne Star Grl, Hydroquinone,Tretinoin & Mometasone Furoate Cream, Gomela Cream, Skin Sunrise cream, MIRACLE Shine & Glow Cream, SALICAL OINTMENT ও MY FAIR Cream মোট ৮৪৬৪ পিচ, যার আনুমানিক মূল্য ৫,৬৩,০৯০/- টাকা, (ঘ) POND’S BRIGHT BEAUTY ফেসওয়াশ, LAKME BLUSH & GLOW ফেসওয়াশ, Fair & Lovly ফেসওয়াশ ও Garnier ফেসওয়াশ মোট ২৯৭৮ পিচ, যার মোট আনুমানিক মূল্য ৫,৩৩,০৪০/- টাকা, (ঙ) WOODWARD’S GRIPE WATER ১৫৫ বোতল, যার আনুমানিক মূল্য ৩১০০০/- টাকা, (চ) FOGG বডি স্প্রে I AXE বডি স্প্রে মোট ৮০ পিচ, যার মোট আনুমানিক মূল্য ২৮,৯৫০/- টাকা, (ছ) Sesa Ayurvedic Oil ১৪১ বোতল, যার মোট আনুমনিক মূল্য ৩৪,৩৫০/- টাকা, (জ) Neha fast colour মেহেদী ২২৯০ পিচ, যার আনুমানিক মূল্য ৫৭,২৫০/- টাকা, (ঝ) KitKat চকলেট ১৭০ পিচ, যার আনুমানিক মূল্য ৭,৪৮০/- টাকা, (ঞ) DOVE শ্যাম্পু, LOREAL PARiS শ্যাম্পু ও Emami Kesh King শ্যাম্পু ৩১৯ বোতল, যার মোট আনুমানিক মূল্য ৭৫,৩০০/- টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ১৫,৬৮,৩৮৫/-রা টাকা,গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় পাশ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার এর মাধ্যমে বিক্রি/সরবরাহ করার উদ্দেশ্যে গুদামে সংরক্ষণ করেছিল,জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে প্রেস রিলিজএ জানানো হয়েছে।