জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা আনোয়ার (৩২) কে আটক করেছে র্যাব-৫। আটক কৃত আনোয়ার দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শেহের আলীর ছেলে।
রবিবার আটক কৃত আনোয়ারকে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান।
এর আগে ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আটক কৃত আনোয়ার জয়পুরহাট আন্তঃজেলা মোবাইল চোর চক্রের মূলহোতা। সে ২৪ ফেব্রুয়ারী শনিবার উপজেলার আটাপাড়া এলাকা থেকে জনৈক সুলতান মাহমুদ নামের এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে।
ঐ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল চুরিকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় আনোয়ার কে হাতেনাতে আটক করে।
পরে আটক কৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।