ঢাকাTuesday , 20 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

    admin
    February 20, 2024 8:52 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এঘটনায় গতকাল সোমবার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল জলিলের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহিনুল ইসলাম চাকুরী কালীন সময় কয়েক বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যান। মৃত্যৃর সময় স্ত্রী মাকসুদা পারভীন এবং দুই কন্যা রেখে যান। অসহায় এই পরিবারটি শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের নতুন পাড়ায় বসবাস করছেন। এক কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। আরেক কনঢ়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। গত একমাস পূর্বে মাকসুদা পারভীন তার স্বামীর সরকারি তহবিলের টাকায় পাকা বাড়ি নির্মাণ শুরু করলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জামায়াত নেতা রোকন সদস্য খন্দকার আতিকুর রহমান হুমকি-ধামকি শুরু করেন। বিভিন্ন লোকজন পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। জামায়াত নেতা খন্দকার আতিকের দাবি,নিয়মানুযায়ী রাস্তার জন্য জমি ছাড়া হয়নি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য’র উপস্থিতিতে মাপ-যোগ করে দেখা যায় নিয়মের চেয়ে আরও বেশি জমি রাস্তার জন্য ছাড়া হয়েছে। এতে কাজ না হওয়ায় মাঝিড়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমীর শাহানাজ বেগমকে দিয়ে থানায় আরেকটি মিথ্যা অভিযোগ দেন। পুলিশ সরেজমিন এসে ওই অভিযোগটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এপ্রসঙ্গে মাকসুদা পারভীন বলেন,পরিবারের পুরুষ সদস্য না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী সাবেক শিবিরের সভাপতি ও বর্তমান জামায়াত নেতা রোকন সদস্য খন্দকার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে কারণে-অকারণে তাকে হেনস্থা করে আসছে। তার মূল উদ্দেশ্য দুই অনাথ কন্যা নিয়ে যেন এলাকা ছেড়ে চলে যাই। এতে করে অল্প দামে যেন স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলে করে নিতে পারে। এবিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত বিধি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST