ঢাকাTuesday , 20 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় কৃষি জমি গিলে খাচ্ছে কোয়ালিটি-খাল দখল

    admin
    February 20, 2024 8:51 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ায় কোয়ালিটি ফিডস ও লাইভ স্টক লিমিটেডের বিরুদ্ধে বিচার চাইলেন এমপি তানসেন। উক্ত কোম্পানি চার ফসলি শত একর কৃষি জমি ধ্বংস ও খাল দখলের অভিযোগ তুলে ধরে সংসদে বিচার দাবি করেছেন সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে (পয়েন্ট অব অর্ডার) বিধি-৭১ অনুসারে জরুরী জন-গুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন। গত বৃহস্পতিবার সংসদে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চার ফসলি জমি কি ভাবে শ্রেণি পরিবর্তন হলো,জানতে চেয়ে যথাযথ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন এমপি তানসেন। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে ছিলেন আবাদি জমি যেন একটিও অনাবাদি না থাকে। এরপরও কি ভাবে শত একর ফসলি জমি ধ্বংস হচ্ছে। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ফসলি কৃষি জমি ধ্বংস করে শিল্প এবং পাকা স্থাপনা নির্মাণ করেছে কোয়ালিটি ফিডস কোং। তারা খালের পাড় কেটে ব্যাপক ভাবে দখল করছে। কৃষি জমি সুরক্ষা,ভূমি ব্যবহার আইন ও পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষা করে কৃষি জমি ধ্বংস করছে। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢাকুইর মোড়ে কাথম-কালিগঞ্জ ও চাকলমা সড়কের পাশে বাদলাশন মাঠে শত বিঘা কৃষি জমি বালু দিয়ে ভরাট ও স্থাপনা নির্মাণ কাজ করছে কোয়ালিটি লাইভস্টক লিমিডেট। একদিকে চলছে স্থাপনা নির্মাণ কাজ আর অন্যদিকে স্থাপনা সীমানার ভিতরেই বেশ কিছু জমিতে সরিষা ও ধান চাষ করছেন কৃষকেরা। তারা ওই কোম্পানির কাছে কৃষি জমি বিক্রি করতে রাজি নন বলে জানা গেছে। সেখানে নামুইট খাল দখল করে কোম্পানির স্থাপনা সীমানা বেষ্টনি দেয়া হয়েছে। খালের পাড় কেটে মাটি সরানো হয়েছে। অন্যদিকে কাথম বেড়াগাড়ি এলাকায় কোয়ালিটি ফিডস লিমিটেড স্থাপনের পর থেকে কারখানা থেকে ব্যাপক দুর্গদ্ধ ছড়ায়। দুষিত পরিবেশে মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা এবং স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুকিতে আছেন। আরো জানা যায়,বাদলাশন মাঠে শত বিঘা চার আবাদি ফসলি কৃষি জমি ধ্বংস করে কোয়ালিটি লাইভস্টকের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করাসহ ভরাটকৃত বালু ও নির্মাণ সামগ্রী অপসারণ দাবি,সাব-রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসসহ সরকারি কোনো দপ্তরের কর্মকর্তারা এই অনিয়মে জড়িত আছেন কিনা। সে ব্যাপারে অনুসন্ধানের জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ। তাৎক্ষনিক সময়ে অভিযোগের ব্যাপারে ওই কোম্পানীর প্রতিনিধি ও অভিযোগকারীকে নোটিশ করে ডাকা হয়। বৈঠকে ইউএনও জানিয়েছেন,কোয়ালিটি লাইভস্টক যথাযথ নিয়ম মেনে অনুমোদন সাপেক্ষে স্থাপনার কাজ করছে। বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়ে যায়। এরপর কৃষি জমি ধ্বংসযজ্ঞ ঠেকানোর দাবিতে পৃথক অভিযোগ করেন চাকলমা গ্রামের মহসীন আলী। স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগের পরও হস্তক্ষেপ না নেয়ার অভিযোগ ওঠে। এব্যাপারে কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের মহা-ব্যবস্থাপক আতাউল হক মোহন বলেন,সংসদে দাঁড়িয়ে তিনি (এমপি তানসেন) মনগড়া বক্তব্য দিয়েছেন। আইন মেনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কোয়ালিটি লাইভস্টক স্থাপনার কাজ করছে। সেখানে খাল দখল করা হয়নি। খালের নিচের পানির গড়ালি পর্যন্ত আমাদের সীমানা। এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন,এরআগে অভিযোগ পেয়ে নোটিশ করলে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কাগজপত্র দেখায়। আমি এ উপজেলায় আসার পূবেই তারা অনুমোদনের কাজ সম্পন্ন করেছে। কৃষি জমির শ্রেণি পরিবর্তন এবং খাল দখলের ব্যাপারে পুনরায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com