স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ৪ঠা ফেব্রুয়ারি রবিবার নন্দীগ্রাম উপজেলায় অর্থ আত্মসাতের দুই মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সনাতন সরকারকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বুড়ইল দোগাছিপাড়ার নিতাই চন্দ্র সরকারের ছেলে। উক্ত পলাতক আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সনাতনের বিরুদ্ধে শেরপুর থানার পৃথক দুটি প্রতারণা মামলার একটিতে এক বছরের সাজা ৫লাখ টাকা জরিমানা ও আরেকটি মামলায় এক বছরের সাজাসহ ২০লাখ ৫০হাজার টাকা জরিমানার রায় হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এতথ্য নিশ্চিত করেন এবং জানায়,দুই মামলায় আসামী সনাতনের বিরুদ্ধে দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ২৫লাখ ৫০হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই আসামীকে গ্রেফতার করা হয়।