জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।আটক কৃৃতরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান, সদর উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন ও আক্কেলপুরের গোপীনাথপুর এলাকার মোছা. সানজিদা বেগম।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান , ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে আসা ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়। তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে এসেছিলেন।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিৎ করেছেন। ওসি জানান,বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷