স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে ইউপি সদস্য (মেম্বার) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ইউপি সদস্য জাবেদ আলী। অভিযোগ সুূত্রে এবং ইউপি সদস্য জানায়,শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করে আসছে। এনিয়ে অত্র এলাকায় কয়েক বার বৈঠকও হয়েছে। গত শুক্রবার সকালে প্রবাসীর স্ত্রী মরিয়ম (৩৮) ও তার পরকীয়া প্রেমিক সোবাহান (৪৫) বসতবাড়িতে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়। তাদের নিরাপত্তায় সবুজ নামের এক ব্যক্তি বাড়ির বাইরে পাহারা দিচ্ছেলো। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে যায়। অসামাজিক কর্মকান্ডের অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজনকে আটক করে ইউপি সদস্য জাবেদ আলীকে খবর দেয় স্থানীয়রা। ইউপি সদস্য ওই বাড়ির ভিতরে প্রবেশ করলে তার ওপর হামলা করে প্রবাসীর স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজন। ইউপি সদস্যকে (মেম্বার) মারধরের ঘটনায় উপস্থিত জনতার মাঝে ক্ষোভ এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সেখান থেকে কৌশলে তিনজন পালিয়ে যায়। এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।