স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ২৪শে জানুয়ারি বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো যায়। র্যাব-১২ বগুড়ার অভিযানে গত ২৩শে জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার সময় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের সক্রিয় ২ জন সদস্যকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল নম্বরসহ ৬টি চিরকুট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা কাহালু উপজেলার নহোরা পাড়া গ্রামের মৃত গোফফার সরদারের ছেলে ওমর ফারুক ও একই উপজেলার শিলকহোর গ্রামের মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে সাজু মণ্ডল। এছাড়াও গত ১১ই জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকার বেলালুর রহমানের গভীর নলকূপের সঙ্গে থাকা বৈদ্যুতিক মিটার চুরি হয়। তখন তিনি কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। র্যাব সূত্রে জানা যায়,বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পাওয়ার পর র্যাব-১২ একটি চৌকাস টহল দল এই সক্রিয় চক্রকে ধরতে অভিযানে নামে। অভিযান কালে মঙ্গলবার রাত ৯টার দিকে কাহালুর বিবিরপুকুর বাজার থেকে মিটার চুরি চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি দুই ফিট ১১ ইঞ্চি রড কাটার লোহার কাঁচি ও মোবাইল নাম্বার সংবলিত ৬টি চিরকুট উদ্ধার করা হয়। এবিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। আর কৌশলে চিরকুট লিখে টাকা দাবি করতো,মিটার ফেরত দেয়ার কথা বলে। উক্ত ব্যক্তিরা একাধিক সিমকার্ড ব্যবহার করে টাকা আদায় করতো। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।