মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোরের অভয়নগরে বেসরকারি ক্লিনিক ডায়গনেস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে যৌথ অভিযান চালিয়েছে র্যাব-৬ যশোর ও স্বাস্থ্য বিভাগ। নওয়াপড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, চিকিৎসার নামে প্রতারনা, অপচিকিৎসাসহ নানা অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। এরমধ্যে বিশ্বাস প্রাইভেট ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায়, কোন চিকিৎসক না থাকায় এবং মেডিকেল এসিস্ট্যান্টকে ডাক্তার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ইউনিক কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পর্যাপ্ত ডিউটি ডাক্তার নেই। আবার যেসকল সেবিকা আছে তাদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেই। এই ক্লিনিকের অপারেশন থিয়েটারের অবস্থাও অনুপযোগী। এজন্য আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি এই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটা তার দাপ্তরিক কাজ।ডিউটি ডাক্তার থাকার কথা দুইজন। কিন্তু মালিক রেখেছে একজনকে। তাকেও আবার ২৪ ঘন্টাই ডিউটি করতেছেন, মাসে টানা ৩০ দিন। যেটা একজন মানুষের পক্ষে অসম্ভব। সেখানে ২০টি শয্যার অনুমোদন আছে কিন্তু তিনি নিয়ম লঙ্ঘন করে ৮৬টা শয্যা রেখেছিলেন। এ জন্য তাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।র্যাব-৬ যশোরের সহকারী পরিচালক তানভির ফয়সাল জানান, আমাদের কাছে অভিযোগ ছিল যে, এই নওয়াপাড়া শহরের বিভিন্ন ক্লিনিক হাসপাতালে অসঙ্গতি রয়েছে এবং এই ক্লিনিকগুলোতে অননুমোদিত কার্যক্রম হতো। আমরা আজ এখানে এসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করেছি সেই সাথে অভিযোগের সত্যতাও পেয়েছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন অপরাধে তিনটি ক্লিনিক ডায়াগনস্টিককে জরিমানা করা হয়েছে। এবং যেগুলো একেবারেই শুধরানো সম্ভব না সেগুলো সিলাগালা করা হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।