মোঃ হাসমত আলী অপু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ‘২৪ ‘ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকা হতে ১৬০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ১০.১০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য ৪৮,০০০/- টাকা) এবং নগদ ১,৭০০/- টাকা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ সাগর আলী (৩১), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-নওদা আজমপুর এবং ২নং আসামি মোঃ জাহিদ (২৪), পিতা-মোঃ জয়নাল মন্ডল, সাং-চরপাড়া, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, বদ্ধপরিকর।
তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
“আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি “।