যশোরের ঝিকরগাছা থানা পুলিশ ২৮ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৫ জানুয়ারি) যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক এবং ওই মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া গ্রামের স্বপন হোসেন সুজন (৩২), সজীব হোসেন সোহান (২৪), সাব্বির হোসেন সৈকত (২০) ও কাশিপুর এলাকার রাহাত হোসেন রকি (১৯)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় নাভারণ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় থানা পুলিশ। এসময় বাসের যাত্রী ওই চার মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে এবং তাদের কাছে থাকা ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক চারজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মঈন উদ্দীন এডিপি বাংলা যশোর।