মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জে সিংগাইরে পারিবারিক কলহের যে ধরে পুত্রবধূ আইরিনের হাতে প্রাণ হারান পঞ্চাশোর্ধ শাশুড়ি তোহরা বেগম। স্থানীয় জনতা পুত্রবধূকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দিবাগত রাত অনুমান ২ টার দিকে সিংগাইর উপজেলার মাটিকাটা গ্রামের জনৈক সোনামুউদ্দিনের বাড়ীতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাস তিনেক আগে পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের আলীর চর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তারের (১৯) সাথে সোনামুউদ্দিন এর ছেলে উজ্জ্বল বিশ্বাসের বিয়ে হয়। মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল চার মাস ছুটি কাটানোর পর সপ্তাহকাল আগে প্রবাসে পাড়ি জমায়। মঙ্গলবার গভীর রাতে বউ শাশুড়ির কাটাকাটি এক পর্যায় প্রাণ হারায় শাশুড়ি তোহরা বেগম (৫৫)। এ সময় আহত হন শশুর সুনামুদ্দিন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ ওসি জিয়ারুল ইসলাম জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ নিহত তোহরার লাশ উদ্ধার করে বুধবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আইরিনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।