ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড সিটি কাউন্সিল।
এর মধ্য দিয়ে মিশিগান থেকে জর্জিয়া পর্যন্ত প্রায় ডজন খানেক মার্কিন সিটি এই তালিকায় যোগ দিল।মার্কিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওকল্যান্ড সিটি কাউন্সিলের এই প্রস্তাব পাশের আগে একটি সভায় তাতে কয়েকশ মানুষ সাক্ষর করে। তাদের মধ্যে অনেকেই কালো-সাদা ফিলিস্তিনি স্কার্ফ পরা ছিল।আটলান্টা ছাড়াও মিশিগানের তিনটি শহরে একই ধরনের প্রস্তাব পাস হয়েছে। এছাড়াও ওহিও’র আকরন, ডেলাওয়্যারের উইলমিংটন এবং রোড আইল্যান্ডের প্রোভিডেন্সও একই ধরনের প্রস্তাব পাস হয়েছে।এর আগে অক্টোবরে রিচমন্ড সিটিও যুদ্ধবিরতির আহ্বান জানায়। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনা হয়। এই প্রস্তাবের অনুমোদন নিয়ে সেখানে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও ডেট্রয়েটের প্রতিবেশি ইপসিলান্টি শহরেও গাজায় শান্তির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছিল। কিন্তু সমালোচনার জেরে পরে তা প্রত্যাহার করা হয়।উল্লেখ্য, ইসরায়েলের গাজা যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থন নিয়ে তীব্র বিতর্ক চলছে মার্কিন সিটি কাউন্সিলগুলোয়। সূত্র: আল জাজিরা