হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট আক্কেলপুর উপজেলা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার জনতার ঢল আবারও প্রমাণ করল, একজন গণমানুষের নেতার প্রতি সমর্থন কতটা গভীর। জয়পুরহাটের আক্কেলপুর এম.আর. ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বার্তাই দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) আক্কেলপুর থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, এই গণসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রতিকূল আবহাওয়ায়ও এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাজপথে থেকে রাষ্ট্র মেরামতের এই রূপরেখা বাস্তবায়নে কাজ করে যাবে বলেও তারা জানান।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যেও বর্তমান সরকারের সমালোচনা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। জনসভাটি শেষ হয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।