এম মনিরুজ্জামান,পাবনা: উপজেলা প্রশাসনের আয়োজনে, শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, কৃষি অফিসার আসাদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ আলমগীর হোসেন,
একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আলাউদ্দিন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, অধ্যক্ষ নাদের হোসেন,গণ অধিকার পরিষদ নেতা এম এ আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, জুলাই যোদ্ধা মাসুম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ইমাম,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




