মো: আব্দুল করিম, নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার সকাল থেকে দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি সকল পূজা মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সদস্য ইঞ্জিনিয়ার খালিদ হাসান পাইম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, বিএনপি নেতা নূরে আলম সুজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জুরুল রহমান, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মেহেদী হাসান,বিএনপি নেতা খলিলুর রহমান খলিল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।