ঢাকাWednesday , 24 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাবনার ঈশ্বরদীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

    admin
    April 24, 2024 4:16 pm
    Link Copied!

    পাবনা জেলা প্রতিনিধি
    লাবলু বিশ্বাস

    তীব্র তাপদাহ ও অসহ্য গরমে পাবনার ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত। গত ১২ দিন ধরে ঈশ্বরদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে। তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বরদীতে ইস্তিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিগণ ।
    বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজে সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
    ইস্তিকার নামাজের আয়োজন করেন ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ। নামাজে ইমামতি করেন আমবাগান মাদ্রাসার শিক্ষক হাজী মোঃ আব্দুল হান্নান। নামাজ শেষে ঈশ্বরদীসহ দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এসময় মুসল্লিরা বৃষ্টির জন্য আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নামাজে অংশগ্রহণকারী মুসল্লিগণ । তারা আমিন আমিন ধ্বনিতে ঈদগাহ মাঠ মুখরিত করে তোলেন।
    ইস্তিকার নাম শেষে মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তিনি যেন প্রচন্ড তাপদাহ থেকে আমাদের রক্ষা করেন।
    ইস্তিস্কার নাম পড়তে আসা শিশু শিক্ষার্থী আবির হোসেন বলেন, আমরা প্রচন্ড গরমে থাকতে পারছি না। নামাজে এসে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যেন দ্রত বৃষ্টি দেন। গরম থেকে আমাদের মুক্তি দেন।
    হাফেজ নেওরাজ হোসেন বলেন, আমাদের ঈশরদীতে প্রচন্ড গরম। বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করলাম। যাতে আল্লাহতালার আমাদের বৃষ্টি দিয়ে প্রশান্তি দান করেন।
    উল্লেখ্য, ঈশ্বরদীতে ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এক টানা তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ঈশরদীতে ৪০ দশমিক ৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ এপ্রিল ৪২ ডিগ্রী সেলসিয়াস।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com