ঢাকাThursday , 18 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা হেলাল

    admin
    April 18, 2024 1:37 pm
    Link Copied!

    হারুন অর রশিদ

    স্টাফ রিপোর্টার

    কালাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে মিললো বিদ্যুৎ সংযোগ

    এক ব্যতিক্রম জনবান্ধব ও পরিশ্রমী সরকারি কর্মকর্তা জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত। তিনি ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। তার হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পেলেন অসহায় হেলাল উদ্দিনের পরিবার ।

    হেলাল উদ্দিন উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত ইন্দাজ আলীর ছেলে।
    জানাযায়, হেলাল উদ্দিন গত ৪ বছর আগে সরকারি ঘর পেলেও বিদ্যুৎ সংযোগ না পেলে চরম ভোগান্তিতে পরে । সে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগের জন্য যোগাযোগ করলে তাকে জানিয়ে দেওয়া হয় সরকারি বরাদ্দের বিদ্যুতের খুঁটি না থাকায় তাকে সংযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে তিনি অসহায় হয়ে পরে।
    এমন সংবাদে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের কানে গেলে তিনি তৎক্ষণাৎ হেলাল উদ্দিনের বাড়ি পরিদর্শন করেন এবং তাকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এতে অসহায় হেলাল উদ্দিন স্বস্তি ফিরে পায়। এরপর ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করে দেন ইউএনও আবুল হায়াত।

    এ বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, আমি ৪ বছর আগে সরকারি ঘর পেয়েও বিভিন্ন মাধ্যম দিয়েও যখন বিদ্যুৎ পাচ্ছিলাম না তখন আমি অসহায় হয়ে পড়ি। ওই সময় গুলো আমাকে অনেক কষ্ট পার করতে হয়েছে। একদিন ইউএনও আবুল হায়াত স্যার আমার বাড়িতে এসে আমার ও পরিবারের খোঁজ খবর নেন। তখন বিদ্যুৎ পাওয়ার কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর ১৫ দিনের মধ্যেই আমার বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা ইউএনও স্যার। দোয়া করি আল্লাহ যেন এ রকম স্যারকে সুস্থ এবং সবসময় আমাদের মাঝে রাখুক। তাহলে আমারমত অসহায়রা অনেক কষ্ট থেকে মুক্তি পাবে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    স্থানীয় ইউপি সদস্য নুরনবী সরকার বলেন, সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তা এবং মানবসেবক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত স্যার অসাধারণ একজন ভালো মানুষ। তিনি যেভাবে কাজ করছেন তাতে কাউকে হয়রানি ও ভোগান্তি পোহাতে হচ্ছেনা। তার মানবিক বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে।

    কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত ‘ভোরের ডাক’ কে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। তাদের জন্য কিছু করে যেতে চাই। তাছাড়াও এটি আমার নৈতিক দায়িত্ব। প্রশাসনের দিক থেকে অগ্রাধিকার থাকবে জনগণের প্রাপ্য সেবা যেন জনগণ সঠিকভাবে পায়। তবে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। আমি আমার জায়গা থেকে জনগণের পাশে থেকে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কালাই উপজেলা কে সজাতে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com