এম মনিরুজ্জামান, পাবনা : ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে উপজেলা চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সানজিদা মুজিব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে, ঐতিহাসিক ৭ মার্চ দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম,থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার আব্দুল হাই , শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।