জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নজরুল ইসলাম (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃর্ত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার বেলা ১১ টায় পাঁচবিবি বায়তুর নুর জামে মসজিদে জানাজা শেষে সরকারী কবরস্থানে দাফন সম্পূর্ন করা হয়।
তিনি গতকাল ২রা মার্চ শনিবার সন্ধ্যায় পশ্চিম বালিঘাটাস্থ নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু, সাধারণ সম্পাদক,উল্লাস কুমার হাজরা,সাবেক সভাপতি আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল শেখ আলকারিয়া চৌধুরী রেজওয়ান হোসেন।
পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল সহ অন্যান্য ব্যক্তিগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।।