জুয়েল আহমেদ
রাজশাহীর পবায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (শনিবার) পবা উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম।সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্যকে রেখে উপজেলা সহকারি শিক্ষা অফিসার রোজী খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা টিএফ জাকিয়া সুলতানা। উপজেলা সহকারি নির্বাচন অফিসার সাদিয়া আফরিনসহ বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক ও নতুন ভোটারগণ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপন করা হচ্ছে। ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালা বদলের হাতিয়ার। মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির লক্ষ্য। এ কার্যক্রমের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি সম্পৃক্ত রাখা হয়। আগামী নির্বাচন হবে এই ভোটার তালিকা দ্বারা।উল্লেখ্য, পবা উপজেলায় মোট ভোটার দুই লাখ ৬১ হাজার ১৮২ জন। যার মধ্যে নারী ভোটার একলাখ ৩০ হাজার ৯৬ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৩১ হাজার ৮৩ জন।