স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল রূপালী ব্যাংক পিএলসি মহিলা শাখা এইচ.এন.কমপ্লেক্স,পৌর পার্ক রোড,সাতমাথায় নতুন ভবনে,নতুন আঙ্গিকে ব্যাংকিং সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ,রাজশাহী। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মাহবুবুল ইউনুস,বগুড়া। অনুষ্ঠানটি রূপালী ব্যাংক পিএলসি মহিলা শাখার ব্যবস্থাপক আশা বিশ্বাসের সঞ্চালনায় শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ কুমার মজুমদার,রূপালী ব্যাংক পিএলসি কর্পোরেট বগুড়া শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মাহমুদুন নবী,ব্যাংক ভবনের মালিক আবুল হোসেন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ,বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও অত্র রূপালী ব্যাংক পিএলসি মহিলা শাখাসহ অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীগন এবং মহিলা শাখার গ্রাহক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।