হারুন-অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয়
শহীদ মিনারে ১২টা ১মিনিট একুশের ১ম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, মুক্তিযোদ্ধা সংসদ,
বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালনের
মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। এ সময়
রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মো: আবুল হায়াত ৷
সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর
রহমান মিলন। উপজেলা প্রশাসন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র সভায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা
ও পৌর মেয়র রাবেয়া সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যপক ধজেন্দ্র নাথ ও বীর মুক্তিযোদ্ধা মুনিশ
চৌধুরীসহ প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন,
কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ
করা হয়েছে।