লাবলু বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধি,
আগামীকাল থেকে টানা ৬০ ঘন্টা গ্যাস থাকবে না ঈশ্বরদীতে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ঈশ্বরদী রিজিওনাল অফিসের ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম হোসেন চাকলাদার এক বিজ্ঞপ্তিতে বলেন ১৫ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে ১৮ই ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত ঈশ্বরদীতে টানা ৬০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যাস সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য ঈশ্বরদীতে আজ ১৫ই ফেব্রুয়ারি রাত ৮ থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সাসেক সড়ক সংযোগ প্রকল্পের চাহিদা অনুযায়ী হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপ লাইনের ১.৩২ কি..মি অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/ হুক-আট এর জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত পাবনা ঈশ্বরদীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।