জুয়েল আহমেদ ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট ২০২৪-২০২৫ এর মাঠ পর্যায়ে জরিপ কাজ চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের রাজস্ব বিভাগের এ্যাসেসমেন্ট ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট ২০২৪-২০২৫ এর কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল হোল্ডিং-বাড়ির এ্যাসেসমেন্ট কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বাড়ি বাড়ি জরিপ কাজ সম্পন্ন করছেন। এক্ষেত্রে সুষ্ঠু ও সঠিকভাবে এ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে প্রত্যেক বাড়ির মালিককে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। রাসিকের রাজস্ব বিভাগের প্রাপ্ত তথ্যমতে, গত ২৭ ডিসেম্বর হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টি ওয়ার্ডে ৪০২২৮টি হোল্ডিং জরিপ কাজ সম্পন্ন হয়েছে।