রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের এনছাব আলী (৭৫) ও তার সহধর্মিণী চরম দরিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছেন। এক সময় কয়েকটি ছাগল পালন করেই চলতো তাদের সংসার। এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন তারা।
তাছাড়া পশু খাদ্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় খাদ্য ক্রয় করার ক্ষমতাও নেই তাদের। রোববার (৪ ফেব্রুয়ারী) সকালে তাদের সাথে কথা হলে তারা জানান, একটি ভাঙ্গা ঘরে কয়েকটি ছাগল লালন-পালন করে এক সময় সংসার ভালো চললেও বর্তমানে সবকিছুর দাম উর্ধ্বমুখীতে অনেক কষ্টে দিন যাচ্ছে তাদের। এছাড়াও বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থাও নেই তাদের। লাঠির উপর ভর করে চলাফেরা করতে দেখা গেছে বৃদ্ধ এনছাব আলীকে।
এদিকে এনছাব আলীর সহধর্মিণী বলেন, শেষ বয়সে এসে সমাজের মানবিক ও দানশীল ব্যাক্তিদের নিকট একটু সহযোগিতা পেতাম তাহলে স্বামীকে নিয়ে বাকি জীবনটা কাটাতে পারতাম।
তিনি আরও বলেন, আমাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত কোনো শৌচাগার নেই। কোনো টিউবওয়েলও নেই। ফলে অন্যের বাড়ি থেকে পানি এনে খেতে হয়। বর্ষাকাল আসছে, তাই বাধ্য হয়ে কয়েকটি ছাগল বিক্রি করে সম্প্রতি ভাঙ্গা ঘরটি মরামত করা হয়েছে। ধারদেনা করে চলতে হচ্ছে তাদের। এভাবে আর কতদিন চলা যায়।
সমাজে অনেক দানশীল ব্যাক্তি আছেন, তারা যদি আমাদের কষ্ট লাঘবে একটু এগিয়ে আসেন, তাহলে সারাজীবন তাদের জন্য দোয়া করবেন বলেও জানান তারা। এমতাবস্থায় শেষ বয়সে এসে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য সমাজের মানবিক ও দানশীল ব্যাক্তিদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের অসহায় এনছাব আলী ও তার সহধর্মিণী।