জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি ফুটবল একাডেমির আয়োজনে রোববার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টর্নামেন্টের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের আহবায়ক এটিএম জাহিদুর রহমান রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচীব পলাশ কুমার ঘোষ, জাহিদুল মাস্টার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলাটি ২-২ গোলে ড্র হওয়ায় কারণে ট্রাই বেকারে ছাতনী তরুন ফুটবল একাডেমিকে চার পাঁচ গোলে আহাদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন কাজল রায় ভাষ্যকার ছিলেন মিজানুর রহমান মিজান।