মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি।
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের উম্মুক্ত মঞ্চের সামনে মেলা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ও নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।
আলোচনা শেষে মেলার ১৪টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এ সময় ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, থানার ওসি শ্যামল কুমার দত্ত, কৃষিবিদ ডা: জান্নাতি, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, আইসিটি অফিসার শম্পা কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, মৎস্য অফিসের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, পরিসংখ্যানের তদন্তকারী অফিসার সোহেল রানা ও তথ্য আপা প্রকল্পের তামান্না হকসহ সকল দপ্তরের কর্মকর্তা ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।