নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশের নতুন শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপর পক্ষ থেকে নওগাঁর নিয়ামতপুর আজ শুক্রবার চতুর্থ দিনেও কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। গরীব হতদরিদ্র মানুষর মধ্য কম্বল বিতরণ করা হয়ছে। তীব্র শীত কম্বল পেয়ে হাসি ফুটেছে এসব দরিদ্রদর মুখে। শুক্রবার ২৬ জানুয়ারী বেলা ৪টায় নিয়ামতপুর উপজলা সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডর গরীব ও হতদরিদ্রদর মাঝ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়নের সদর চেয়ারম্যান বজলুর রহমান নঈম। আরও উপস্থিত ছিলন নিয়ামতপুর সদর ইউনিয়নর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগর সভাপতি রেজাউল ইসলাম। বিশষ অতিথি ছিলন নিয়ামতপুর সদর ইউনিয়নর ৫নং ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম রতন। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাবৃন্দ। এবং দৈনিক কালর কন্ঠ নিয়ামতপুর উপজলা প্রতিনিধি মোঃ তাফাজ্জল হোসেন , এ সময় বসুন্ধরা গ্রুপের এই কম্বল বিতরণে সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈমের পক্ষে বক্তব্য রাখেন
নিয়ামতপুর উপজলার সদর ইউনিয়নর ৫নং ওয়ার্ড সভাপতি রেজাউল ইসলাম বলন, ‘দশর শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দেশের যে কোন দুর্যাগর সময় অসহায় মানুষর পাশ দাঁড়ায়। সরকারর পাশাপাশি বসুন্ধরা গ্রুপও অসহায় মানুষক সহযাগিতা করে। মহামারী করানার সময় বসুন্ধরা গ্রুপ মানবিক কার্যক্রম মনে রাখার মতো। তারা হাসপাতাল নির্মাণ কর সাধারণ জনগণর চিকিৎসা সবার ব্যবস্থা করছিল। বসুন্ধরা গ্রুপর এ মানবিক কার্যক্রমগুলাক আমি শ্রদ্ধা জানাই।’
তিনি আরও বলন, ‘নিয়ামতপুর নিরাপত্তার চাদর ঢেকে দিত বসুন্ধরা গ্রুপ এগিয় এসছে। শুধু তাই নয়, নিয়ামতপুরর বিভিন উনয়ন কর্মকান্ড বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়ছি। প্রতি বছরর মতা এবারও তারা নিয়ামতপুর হতদরিদ্রদর মধ্য কম্বল বিতরণ করল।’
কম্বল নিতে নিয়ামতপুরর বিভিন্ন এলাকা থেকে এস ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ। কম্বল পেয়ে খুশি ৮২ বছর বয়সী আকলিমা খাতুন। তিনি বলন, ‘এখন অনক শীত পড়ছে। শীতবস্ত্রের অভাব রাত অনক কষ্ট করছি। এ কম্বল পেয়ে একটু আরাম ঘুমাতে পারব। আল্লাহ যন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান চয়ারম্যানর পরিবারকে ভালো রাখেন।’
স্থানীয় বাসিদারা বলন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যাগ সমাজর অন্য বিত্তবানদের জন্য অনুকরণীয়। বসুন্ধরার এ মহৎ উদ্যাগর জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদর প্রতি কতজ্ঞতা জানান তারা। এর আগে একটি এতিমখানায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয় এরপর বিকেল পাঁচটায় নেয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষে কম্বল বিতরণ করা হয়। সময় এ সময় প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ বলেন বসুন্ধরা গ্রুপের এই কম্বল বিতরণকে আমি আমার নেয়ামতপুর উপজেলা পক্ষ থেকে সাধুবাদ জানাই।
এছাড়া উপজলার সদর ইউনিয়নর অন্যান্য ওয়ার্ড পর্যায়ক্রম বসুন্ধরা গ্রুপের উদ্যাগে কম্বল বিতরণ করা হচ্ছে।