জুয়েল আহমেদ : রাজশাহী মহানগরীর ২৮ ও ২৯ নং ওয়ার্ডের ২০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মহানগরীর খোজাপুর মহব্বত মন্ডলের মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের দিকনির্দেশনায় শ্রমিক নেতা আনারের ব্যক্তিগত উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে , নুরুল ইসলাম নুরু বলেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনারের পক্ষ থেকে যে কম্বল বিতরণ হচ্ছে এটা একটি সমাজ সেবা । ভবিষ্যতেও এটি অব্যহত থাকবে। রাজশাহীতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে অনেকেই কম্বল বিতরণ করছে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর ও আমাদের রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা শহীদ হয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন আরো বৃহৎ পরিসরে আপনাদের জন্য কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।
কম্বল বিতরণকালে ২৯ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শরিফুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক লোলো, বাস ইউনিয়ন শ্রমিক নেতা সজল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#