এম মনিরুজ্জামান, পাবনা : আসন্ন আহম্মদপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান মোতাহার আলী শেখের কন্যা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য বারেক এফ রহমানের সহধর্মিণী ও ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য সারমিন সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার আহম্মদ পুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বারেক এফ রহমান স্পোটিং ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল খানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তারেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ শেখ লান্টু,আমিন পুর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোতাহার আলী শেখের ছেলে মাহফুজুর রহমান সেলিম, আওয়ামী মহিলা লীগের নেত্রী রাবেয়া বেগম, আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামী লীগ,কৃষক লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সারমিন সুলতানা বলেন, তিনি সাবেক চেয়ারম্যান মোতাহার আলী শেখের কন্যা ও বারেক এফ রহমানের সহধর্মিণী, ছোট বেলা থেকেই তিনি বাবার রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছেন,ইডেন কলেজ পড়াশোনা করা অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করে এত দুরে এসেছেন, বিয়ে হয়েছে আরেক রাজনৈতিক ব্যক্তির সাথে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য। এখন সময় এসেছে বাবার মত এই ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করার।এ সুযোগ কাজে লাগিয়ে তিনি এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিক করতে চান। তিনি পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, খাদ্য,বস্ত্র ও বাসস্থান,বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের হাত থেকে যুবকের খেলাধুলায় মনোনিবেশ করতে বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করবেন। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার ঘোষণার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবেন।
উল্লেখ্য গত ৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মৃত্যুবরণ করেন।