নিজস্ব প্রতিবেদক শেখ রেজাউল করিম রুবেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লড়াই সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ ও গণমাধ্যমের সহায়তায় আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্যে। এ দেশের গণতন্ত্র আজ মৃত। এটা শুধু আমাদের কথা নয়, একথা বিশ্বের মানবাধিকার, গণতন্ত্রকামী সব দেশ ও প্রতিষ্ঠান বলেছে বাংলাদেশ আজ এক দলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোন মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই।
তিনি বলেন, পরিশ্রম করে এ দেশের মানুষ উপার্জন করে ট্যাক্স দেয় তবুও তাদের মাথার ওপরে ৩০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। আজকের সরকার লুটপাট করে বাংলাদশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।