এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
জামালপুরের বকশীগঞ্জে সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ২০ তম ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
১৩ জানুয়ারি শনিবার সকালে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয় হল রুমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার জুয়েল।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম, নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সহ কারি শিক্ষক মাওঃ আবু সাঈদ,সমাজ সেবক সাখাওয়াত হোসাইন,অবসর প্রাপ্ত সার্জেন আতিকুর রহমানসহ আরো অনেকেই ।এসময় বক্তারা শাখাওয়াত হোসাইনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
সমাজ সেবক সাখাওয়াত হোসাইন বলেন, অসহায় দুস্থ মানুষের কথা ভেবেই আমার এই উদ্যোগ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো বাকী জীবনটা আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।
উক্ত ক্যাম্পে চিকিৎসা ব্যবস্থায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।