হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
প্রচন্ড শীতে কাঁপছে দেশ। দেশের উত্তরের জেলাগুলোতে শীতের প্রাদুর্ভাব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে গরীব ও অসহায় মানুষেরা হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। শীতের তীব্রতা থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে উষ্ণতার পরশ বিলিয়ে দিতে এগিয়ে এসেছে নিরব মানবতা কল্যাণ একাডেমি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার, উত্তর তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের অসহায়, গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সংগঠনটি। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ওয়াজেদ আলী দাদা।
মালয়েশিয়া প্রবাসী মোঃ ফিরোজ মন্ডলের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম।
১২ জানুয়ারি, শনিবার সকালে তেলিহার গ্রামে উক্ত এলাকার গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জালাল মন্ডল।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তহিদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াজেদ আলী দাদা বলেন, আমার ইউনিয়নে যতগুলো সামাজিক সংগঠন আছে তাদের এরকম মানবিক অনুষ্ঠানে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আমার ইউনিয়নের যত অসহায় গরীব মানুষ আছে তাদের পাশে থাকার জন্য স্বাবলম্বী সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতের কম্বল পেয়ে এলাকার গরীব অসহায় মানুষের খুব খুশি। কম্বল পেয়ে তারা বলেন এই শীতে যারা আমাদের কম্বল দিয়েছে তারা যেন অনেকদিন বেঁচে থাকে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ। প্রতিবছর উক্ত সংগঠন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।