স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী ইউনিয়নের কালুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকা-৪২,বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এটি এম আমিনুল ইসলাম (পিন্টু) লাঙ্গল মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে গাবতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলার ০৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী রতনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এটি এম আমিনুল ইসলাম (পিন্টু)। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন,গাবতলী উপজেলা জাতীয় পার্টির নেতা লিয়াকত আলী সরকার,উপজেলা জাতীয় যুবসংহতি পার্টির নেতা তনু,গাবতলী সদর ইউনিয়ন যুবসংহতি পার্টির নেতা মিঠু,মিজানুর রহমান,বাদশা ও ওয়ার্ডের সকল নেতাকর্মীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।