এম মনিরুজ্জামান, পাবনা: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।