এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ লা জানুয়ারী সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের উত্তর বাজার এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের জাতীয় পার্টির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার
সিরাজুল হকের নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব ও
শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা এবং উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহব্বায়ক পারভেজ আহাম্মেদের
নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও এয়াতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক পারভেজ আহাম্মেদ, উপজেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি
মোবারক হোসেন, খড়িয়াকাজির চর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় এয়াতিম খানার শিক্ষার্থী ও দলীয় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।