পুলিশি প্রটোকল নিয়ে নির্বাচন করছেন নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী।অভিযোগ করে বললেন হবিগঞ্জ( ৪) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃ১৮ই ডিসেম্বর সোমবার দুপুরে নিজের প্রতিক বরাদ্দ করতে জেলা রিটেইনিং কর্মকর্তার ও জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় সৈয়দ সাইদুল হক সুমন বলেন আমি শুধু একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি না আমি একজন মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি,তিনি পুলিশি প্রটোকল নিয়ে নির্বাচনী মাঠে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।
তিনি বলেন পুলিশ প্রটোকলে যখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি মাঠে যান তখন সাধারণ ভোটাররা ভয়ে ভীত হয়ে পড়ছে।তিনি আশঙ্কা করে বলেন সাধারণ ভোটাররা এমনও ধারণা করছে তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন। রাতেই হবে জোরপূর্ব ভোট ছিনিয়ে নেয়ার উৎসব । স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন প্রশ্ন রেখে বলেন আমি কি প্রটোকল ওয়ালা প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবো।তার নিজের জনপ্রিয়তা সম্পর্কে ব্যারিস্টার সুমন বলেন চুনারুঘাট – মাধবপুরের ৫০% মানুষ নৌকার প্রার্থী মন্ত্রী মাহবুবব আলীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেে,২০% মানুষে জনপ্রিয়তা রয়েছে আমার মোট ৭০% মানুষ আমার পক্ষে নির্বাচনে কাজ করছে।
সবশেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই বরাদ্দকৃত ঈগল পাখি মার্কার জন্য দূয়া চান।