হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস। দিনটিকে ঘিরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এছাড়া বিজয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত এর সভাপতিত্বে উক্ত বিজয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মিনফুজুর রহমান মিলন।
কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন মোল্লা, কালাই মহিলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন কালাই পৌরসভা মেয়র মোছা: রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াসিম আল বারী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা বাবু মনীশ চৌধুরী প্রমুখ