স্টাফ রিপোর্টারঃ
আজ ৬ই ডিসেম্বর বুধবার সাংবাদিক শমসের নূর খোকনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য আফজাল হোসেনের ৪৪তম মৃত্যুবার্ষিকী। মরহুমের মৃত্যু দিবস উপলক্ষে তার জন্মস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের তাজুর পাড়া গ্রামের বড় বাড়ির জামে মসজিদে কোরআন তেলোয়াত,দোয়া মাহফিল ও জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আফজাল হোসেন তৎকালীন ব্রিটিশ শাসনামলে তাজুর পাড়া গ্রামের বড় বাড়ির জমিদার শহিদুল্লাহ মিয়ার পরিবার থেকে সাহসিকতার পরিচয় দিতে ভারতের কলকাতায় গিয়ে সেনাবাহিনীতে যোগদান করে ছিলেন। তারপর ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তান বর্তমান (বাংলাদেশের) মাতৃভূমিতে ফিরে এসে পুলিশে যোগদান করেন। পাবনা জেলার সদর থানায় পুলিশে নিয়োজিত থাকা অবস্থায় ১৯৭১ সালে সেনা ও পুলিশ ট্রেনিং প্রাপ্ত আফজাল হোসেন হানাদার খান সেনা শত্রুদের বিরুদ্ধে মরণপণ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। সবার শ্রদ্ধের ব্যক্তি আফজাল হোসেন মিয়া ১৯৭৯ সালের ৬ই ডিসেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।