মোঃ লাভলু ইসলাম প্রাবন
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে যুব ফোরাম গঠনের জন্য সম্ভাব্য সদস্য নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে ও এসডিসি’র অর্থায়নে শহরস্থ নাকপাড়া আনন্দধামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ-কর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুর জেলার কোঅর্ডিনেটর মো: ফিরোজ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লিন আপ শেরপুর এর সমন্বয়ক আল আমিন রাজু, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ফিল্ড অফিসার সাইকা উম্বাসী, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সহ-সভাপতি মো: সুবহান আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে তৃনমুল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি একটি অন্তরর্ভুক্তিমৃলক সমাজ গঠনে যুবদের সাথে বয়স্কদের মিলনবন্ধন তৈরির মধ্যে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। সেই সাথে সামপ্রদায়িক সম্প্রতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করতে হবে।
আলোচনা সভায় অন্যান্য মধ্যে আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার ভলান্টিয়ার শিক্ষক স্মৃতি শিকদার, রক্তসৈনিক সদস্য রকিবুল হাসান অন্তর, শিহাব আহমেদ, মেহেদী হাসান সিফাত, ইসরাত জাহান, মোমিতা পাল পূজা, সাদিকুন নাহার খাদিজা, অদিতি, রায়হান হাবিব আকাশ, জুয়েল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের যুব-যুবতীরা উপস্থিত ছিলেন।