দেশের রাজনীতিতে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংলাপ শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সংলাপের শুরুতে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জাতির এই ক্রান্তিকালে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান অনুসন্ধানে আয়োজিত আজকের এই মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের পথচলায় আমরা নানা চড়াই-উৎড়াই দেখেছি। বহু সমস্যার মোকাবিলাও করেছি। কিন্তু এখনকার সমস্যা অতীতের যেকোনো সমস্যার চেয়ে জটিল ও বহুমাত্রিক।
তিনি বলেন, দেশের অবস্থা নিয়ে আমি কোনো চর্বিত চর্বন করতে চাই না। আমরা আপনাদের সামনে সমস্যাগুলোর সারাংশ একত্রে উপস্থাপন করে রাখছি যেন আলোচনাকে ফলপ্রসূ ও কেন্দ্রীভূত রাখা যায়। সংলাপে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।