ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করায় ৮জন গ্রেফতার

    admin
    February 5, 2024 9:25 pm
    Link Copied!

    মোঃ মাসুদ ফারুক বাবলু বিশেষ প্রতিনিধি বগুড়া

    বগুড়ার এক গরু ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও গরু বিক্রির পৌনে ৩লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বুড়ইল ইউনিয়নের ক্ষমতাসীন দলের সাবেক নেতা ফারুকসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামী জাকারিয়া হোসেনকে (২৮) গ্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল সোমবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান এতথ্য নিশ্চিত করে জানান আগের দিন রোববার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে গেলেও ৩নং আসামি জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে শরিষাবাদ গ্রামের মকবুল হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার শরিষাবাদ এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা অভিযোগ করেন,বুড়ইল ইউনিয়নের ক্ষমতাসীন দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শরিষাবাদ বাংলাবাজার এলাকায় একটি অফিস করেছেন। সেখানে জমিজমা সংক্রান্তসহ বিভিন্ন ব্যাপারে নিয়মিত সালিশ-দরবার বসানো হয়। রাতে বসে মাদকের আড্ডা। পুকুর সংস্কারসহ জায়গা দখলকাজে ফারুকসহ তার লোকজন চাঁদাবাজি থেকে শুরু নানা অপরাধে সম্পৃক্ত। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে উল্টো মিথ্যা কথা রটায় ফারুক। গত বছর মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ বাণিজ্যের ১০লাখ টাকা ভাগাভাগির বিষয়ে ফারুকের স্বীকারোক্তির গোপনে ধারণকৃত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা,জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের সাবেক নেতা ফারুক চাঁদাবাজি করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। মামলার সূত্রে জানা যায়,গত ২০শে জানুয়ারি গরু ব্যবসায়ী আব্দুল কাদের চান্দাইকোনা হাটে গরু বিক্রয় করে নগদ ২লাখ ৭০হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাংলাবাজারে একটি চায়ের দোকানের সামনে গরু ব্যবসায়ীর পথরোধ করে যুবলীগ নেতা ফারুকসহ আটজন ব্যক্তি। তাকে মারপিট করে মাথায় ধারালো হাসুয়ার কোপ দেয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় গরু ব্যবসায়ীর কাছে থাকা পৌনে ৩লাখ টাকা ছিনতাই করে অভিযুক্তরা। স্থানীয়রা ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com