ঢাকাWednesday , 7 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অস্ত্র ও চোরাই মোটরসাইকেল উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন লক্ষীপুর পুলিশ সুপার

    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি . রাত ০০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া সাকিনস্থ মরহুম মানিক মিয়ার দো-চালা সেমি পাকা টিনের ঘরের পূর্ব পাশের ২ নং কক্ষে রাত ০১.১৫ ঘটিকায় পৌঁছে অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রাসেল (২৪), পিতা-আবদুল খালেক, সাং-দেওপাড়া (নুরু মিয়া পাটোয়ারী বাড়ী) ২। মোঃ ইমরান (২১), পিতা-তাজুল ইসলাম সুমন, সাং-দেওপাড়া, উভয় থানা-চন্দ্রগঞ্জ জেলা-লক্ষ্মীপুরদের গ্রেফতার করেন। ধৃত আসামী মো: রাসেল (২৪) প্রকাশ চোরা রাসেল এর পরিহিত জিন্সের প্যান্টের বাম পাশে কোমরে গোঁজা অবস্থায় ০১ (এক)টি বিদেশী পিজল যা ম্যাগাজিন সংযুক্ত ও সচল লম্বা অনুমান ৮ ইঞ্চি, প্রাপ্ত হয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে ঘটনাস্থলে জব্দ করেন। পরবর্তীতে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদপূর্বক অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন চাঁনপুর শাহা সাকিনস্থ কুলা ওয়ালা বাড়ির জনৈক সাইদুল ইসলাম (৩২) এর বসত ঘরের পিছন হতে ০১(এক)টি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙ্গের APACHE (এপাসি) মোটরসাইকেল (যাহার ইঞ্জিন নম্বর-OE4LF2858988, চেসিস নং MD634KE48F2L23) উদ্ধার করা হয়। অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে চন্দ্রগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখঃ ০৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A রুজু করা হয়। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    তারই পরিপ্রেক্ষিতে অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৪ সাথে প্রেস ব্রিফিং করেন লক্ষীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম মহোদয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com